পাঁচবিবিতে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

১১ই জানুয়ারি,২০২৫ শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্মরণে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-কুইজ প্রতিযোগিতা ও আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পাঁচবিবি থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মোঃ সামসুল হুদা দুলাল।

ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শামীম হোসেন মন্ডল বাবু। এসময় উপস্থিত ছিলেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান ও সাবেক থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী সহ ক্লাবের সকল সদস্য। টুর্নামেন্টে কুসুম্বা ইউনিয়নের ৮’টি ওর্য়াডের ফুটবল দল। অনুষ্ঠানের সার্বিক আয়োজক শামীম বাবু বলেন, ইউনিয়নবাসীকে একটু আনন্দ দেওয়ার জন্য মাঠে নাগরদোলা ও বিভিন্ন রকম পণ্যের দোকান বসেছে। এছাড়া সমাপণীতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email