দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না

 

টানা তিন বছর ধরে সিলেটের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আকাশ মিয়া (২৬) নামে যুবকের। কিন্তু তিনি এখন বেকার হাওয়ায় তিন বছরের প্রেমের ইতি টেনে তাকে ছেড়ে চলে যায় প্রেমিকা সানজু ইসলাম।

বিচ্ছেদের বিষয়টি আকাশ প্রথমে মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে পীর ফতেহ আলীর মাজারে তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকাশ মিয়া। গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পীর ফতেহ আলীর মাজারে এ ঘটনা ঘটে।

শুধু গোসল করেই থেমে থাকেননি, গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে।

দুধ দিয়ে গোসলের সেই ভিডিও ও ছবি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ মিয়া। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।
প্রেমিক আকাশ মিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সানজু ইসলামের সঙ্গে পরিচয় হয়। কথা বলতে বলতে ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

কিন্তু এই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি। জানা গেছে, সানজুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেম পূর্ণতা পায়নি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করান তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন কার ভগ্নিপতি।

আকাশ আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না। শনিবার দুপুরে পীর ফতেহ আলীর মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email