সরকারী খাল ও রাস্তা দখল করে বে আইনীভাবে স্থাপনা নির্মান চলছে সদরপুরের আকটেরচর ইউনিয়নে

সরকারী খাল ও রাস্তা দখল করে বে আইনীভাবে স

সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হাকিম বেপারীর ডাঙ্গী মন্ডল ডাঙ্গীতে সরকারী খাল ও যাতায়াতের রাস্তা দখলের প্রতিযোগীতা চলছে। অত্র ইউনিয়নের হাকীম বেপারীর ডাঙ্গীর রতন মোল্যা ৬৪ নং দিয়ারা চরবিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাল ভরাট করে ইটের প্রাচীর নির্মান করছে। অপরদিকে মন্ডল ডাঙ্গীতে মৃত দরবেশ খানের স্ত্রী আলেয়া বেগম যাতায়াতের রাস্তায় মাটি ভরাট করে বসত ভিটা বানানোর নামে রাস্তা দখল করে আছেন। এ ব্যাপারী স্থানীয় লোক জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয় গুলো সহকারী কমিশনার (ভূমি) ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা কে জানানো হলে উপসহকারী ভূমি কর্মকর্তা নিজে পরিদর্শন করেছেন, আলেয়া বেগম এর নামে নোটিশ জারি করেছেন। কিন্তু কোন লাভ হয় নি। আলেয়া বেগম জানান রাস্তার ঐ জমি আমি স্ট্যাম্পের মাধ্যমে কিনেছি, কিন্তু কার কাছ থেকে কিনেছে তার কোন প্রমান দেখান নি। অপরদিকে রতন মোল্যার খাল ভরাট করে ইটের প্রাচীর নির্মান এর ব্যাপারে উপসহকারী ভূমি কর্মকর্তা জানান, খালের মালিকানা ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদ ব্যবস্থা নেবে।

বিষয় গুলোতে প্রশাসনের গুরুত্ব না থাকায় ক্ষোভ বাড়ছে জনমনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email