বড়দিন উদযাপনে বান্দরবানে খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ।

 

যিশু খ্রিস্টের জন্মতিথিতে বান্দরবানে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে খ্রিস্টান পল্লী গুলো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন; চারদিক ঝলমল করছে ক্রিসমাস ট্রি’র আলোকসজ্জায়। হাসি আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড় সবাই। খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ ।

খ্রিস্টান ধর্মাবলম্বী রবার্ট নেখুম জানান প্রায় একমাস আগে হতে পাড়ায় পাড়ায় এই উৎসবের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাবার, সাজপোশাক, সান্তা ক্লজের সঙ্গে সাক্ষাৎ, উপহার বিনিময় আর সর্বোপরি বিশেষ প্রতীক ক্রিসমাস ট্রির বর্ণিল আলোকসজ্জা নিয়ে এই দিনে প্রতিবছর উদ্‌যাপিত হচ্ছে যিশুখ্রিষ্টের জন্মদিন।

এছাড়াও শুভ বড়দিন উপলক্ষে সকল গীর্জায় সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেককাটা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সমবেত প্রার্থনায় দেশবাসীর শান্তি কামনা করা হয়।
প্রতিটি এলাকায় যুব সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে কীর্তন ও উপহার বিনিময় ।

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কাইওয়াই গীর্জার সভাপতি দৈনিক বায়েজিদকে জানান সরকারের সহযোগিতায় আমরা সন্তোষ প্রকাশ করছি।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কাবোধ করছে না, যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী পারিবারিক আয়োজন করেছে বড়দিনে। বড়দিন উপলক্ষে দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যান কামনা করে প্রার্থণা করা হয়েছে সকল গীর্জায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email