ছাত্রদের দাবী যৌক্তিক বললেন রাবি উপাচার্য

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ নিয়ে অবস্থান পরিষ্কার করলেন রাবি উপাচার্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল করতে অনেক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের সেই দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন রাবি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

রাবি উপাচার্য বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা (পোষ্য কোটা) নিয়ে বিগত ১০-১৫ বছর ধরে আমার চিন্তা। তারও আগে আমি যখন ছাত্র ছিলাম, তখনো আমি ভেবেছিলাম।’

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সমর্থন দিয়ে উপাচার্য বলেন, ‘পোষ্য কোটা রাখার পেছনে কোনো শক্তিশালী, নৈতিক ভিত্তি অথবা যুক্তি দেখি না। ছাত্র-ছাত্রীরা যে দাবি (পোষ্য কোটা বাতিলের দাবি) নিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে, আমি পারসোনাল জায়গা থেকে মনে করি যে, তারা যে কথাগুলো বলছে, সেগুলোর পেছনে শক্তিশালী যুক্তি আছে। তারা অযৌক্তিক কথা বলছে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email