কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী কায়দায় যুবদল সভাপতি হেলাল উদ্দিনের উপর হামলা চালিয়েছে সিরাজ মেম্বার নামের এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় আওয়ামী লীগ নেতার শাস্তি দাবী করে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হোয়ানক শাখা, পানিরছড়া ব্রাদার্স ইউনিয়ন এবং রক্তের বন্ধন যুব সংগঠন নামের তিনটি সংগঠন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হাবীব উল্লাহ বাহারের সঞ্চালনায় এবং ব্রাদার্স ইউনিয়নের সহসভাপতি শামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফা কামাল।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামিলীগ নেতা সন্ত্রাসী, ভূমিদস্যু, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী সিরাজ মেম্বার প্রকাশ ছিরু মেম্বার, রুবেল, লিটনসহ তার দলবল নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৪ ও ১৭ ডিসেম্বর পরপর লবন মাঠে লুটপাট ও যুবদল নেতা হেলাল উদ্দিনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে বের হলে সিরাজ মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী আহত হেলাল ও তার পরিবারের উপর পূণরায় হামলা চালায়।
বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ নেতারা বিএনপির নেতাকর্মীদের উপর লুটপাট ও নির্যাতন চালিয়েছে। ক্ষমতা যাওয়ার পরেও তারা বেপরোয়া হয়ে উঠে। এখনো চাঁদাবাজি ও জমি দখলের উদ্দেশ্যে বিএনপি নেতার উপর হামলা চালায় এবং হত্যার হুমকি দিচ্ছে। এসময় তারা আওয়ামী লীগ নেতা সিরাজ মেম্বারকে দ্রুত আটকের দাবী জানান।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বড়মহেশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবের হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আমান উল্লাহ আমান, জসিম উদ্দিন সরওয়ার, আজিজুল করিম জয়, মুহাম্মদ কাসেম, নুরুল ইসলাম, বড়মহেশখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক করিম উল্লাহ, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন, কুতুবজোম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।