ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে যশোর মণিহার খুলনা বাসস্ট্যান্ডের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারী শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন ইমরান হুসাইন, সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাহমুদী । নবগঠিত কমিটিতে যশোর জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
