চকরিয়ায় প্রবাসী ফোরাম সোসাইটি উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

 

থাকবো ভাল- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে ও সংগঠনটির সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এ বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির ইসহাকের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দুবাই উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

এসময় চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সহ সভাপতি আক্তার আহমেদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজমান শাখার সাংগঠানিক সম্পাদক এস এম বাবু, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বৃহত্তর উত্তর দুবাই শাখার আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email