রাজবাড়ীর বহরপুরে পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বাদ আসর থেকে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব ও শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার বিভাগের শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল হক এর পরিচালানায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন এবং উত্তরা ঢাকার রাজাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদীন হাবীবি, দ্বিতীয় বক্তা সুমিষ্টভাষী নিশ্চিন্তপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম ও স্থাণীয় ওলামায়ে কেরামগণ।

এসময় বক্তাগণ বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে বাংলার শহরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় অবস্থিত মসজিদ, মাদরাসা কিংবা দ্বীনদরদী মুসলিম ভাইদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকে। এসব ওয়াজ মাহফিলে প্রাজ্ঞ আলেম, পীর-মাশায়েখ ও বুজুর্গরা সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ সব ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। সারারাত জেগে, গভীর আগ্রহ সহকারে কোরআন-হাদিসের আলোচনা শোনেন।
পর্দার আড়ালের মা-বোনেরাও নিজ বাসা বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে এসে ওয়াজ শোনে থাকেন। যে ধর্মপ্রাণ- এসব ওয়াজ মাহফিলের উপস্থিতি দেখে তা অনুমান করা যায়।

মানুষের ধর্ম সম্পর্কে জানার ইচ্ছা থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে এসব মাহফিলে অংশ নিয়ে থাকেন। আর ধর্ম সম্পর্কে মানুষকে জানানো আলেম-উলামাদের নৈতিক দায়িত্ব।

এসময় বক্তাগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ইসলামী দিক নির্দেশনার উপর বয়ান পেশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email