লুটপাটের মামলায় নগরীর বহিষ্কৃত বিএনপি নেতা কিং আলী কারাগারে

প্রথমে চাঁদা দাবি পরে না পেয়ে বসতভিটায় লুটপাট ভাংচুরের অভিযোগে নগর বিএনপির সাবেক সদস্য আলোচিত কিং আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ।তিনি বলেন, কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় ১৮ আগস্টে একটি সিআর মামলা করেন বাদী মোহাম্মদ মহিউদ্দিন। আজ আদালত কিং আলীকে কারাগারে পাঠায় বলে জানান তিনি। অন্যদিকে কিং আলীর ভাই লোকমান আলীর (৩৫) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত। বহিষ্কৃত বিএনপি এই নেতার নামে রয়েছে একাধিক মামলা। গত মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email