রাজবাড়ীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১;টার দিকে রাজবাড়ী সদর থানার রাজবাড়ী রেলষ্টেশন পানির ট্যাংকির ২০ গজ পূর্ব পাশে ওভার ব্রিজের সিড়ির নিচে থেকে উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১০ টা থেকে সকাল ১০ টার মধ্যে যে কোন সময় রাজবাড়ী রেলষ্টেশন পানির ট্যাংকির ২০ গজ পূর্ব পাশে ওভার ব্রিজের সিড়ির নিচে ১ জন অজ্ঞাতনামা পুরুষ বয়স ৪৫ বছর বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, অজ্ঞাতনামা পাগল মাঝে মাঝে রাজবাড়ী রেলষ্টেশন পানির ট্যাংকির পাশে ওভার ব্রিজের সিড়ির নিচে পলিথিন বিছিয়ে শুয়ে থাকতো। স্থানীয় লোকজনদের ধারণা অজ্ঞাতনামা পাগল বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।