গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ আলী মোল্লা (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ইউনুছ আলী মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২ নং জুড়ান মোল্লার পাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে এবং রাজবাড়ী জেলা পরিষদের ১নং ওয়ার্ডের (গোয়ালন্দ উপজেলা) সাবেক সদস্য

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোঃ শরীফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ইউনুছ আলী মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর দায়ের করা মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামী ইউনুছ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email