নারীদের আ’ত্মসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অবদান অসামান্য- কক্সবাজারের জেলা প্রশাসক

বেগম রোকেয়া, যিনি নারী মুক্তির অন্যতম পথপ্রদর্শক, এবং সমাজে নারী-পুরুষ সমতার পক্ষে অবিচলভাবে কাজ করে গেছেন। সমাজ সংস্কারক এই মহিয়সী নারী সমাজের বৈষম্য, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জাগাতেন।

আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। প্রতিবছর এদিনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিনকে ঘিরে এ দিবস পালিত হয়।
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আযোজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।এ ছাড়া দেশ ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তা,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে সাতজন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা-র সম্মাননা প্রদান করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ র্য্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাসসহ জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email