মহেশখালীতে পুলিশের অ’ভি’যা’নে সা’জাপ্রা’প্ত আ’সা’মী সহ গ্রে’ফ’তা’র-৬

৫ ডিসেম্বর মহেশখালীতে পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

৫ই ডিসেম্বর দিবাগত রাত ২টায় মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম) এসআই অসীম চন্দ্র, এসআই মোশারফ,এসআই রাইটন, এএসআই শিবল,এএসআই নাছির,এএসআই এজাহার সহ পুলিশের টিম অভিযান চালিয়ে ২বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৬ জন আসামী কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- সিপাহীর পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র ছালামত উল্লাহ, কুতুবজোমের আব্দুল জলিলের পুত্র নেজাম উদ্দিন, আনছারুল করিম, বন মামলার আসামী আবুবকর, ছদর আমিন, আলমগীর হোসেন।এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ বলেন, পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email