চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জমিতুল ফালাহ মসজিদ সংলগ্ন সড়ক হতে সাংবাদিকের ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (২ডিসেম্বর) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া সাংবাদিকের নাম আকাশ দে। তিনি দৈনিক বায়েজিদ’র স্টাফ হিসেবে কর্মরত।
আকাশ জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি রিকশা যোগে জমিতুল ফালাহ মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে ফিরছিলেন হঠাৎ একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা থেকে সজোড়ে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিন*তাই কারীরা। ব্যাগটিতে তার পেশাগত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, প্রেসকার্ড, এনআইডি, মাইক্রোফোন ও ট্রাইপড’সহ তার মানিব্যাগটিও ছিল।
ঘটনার পরপর কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবগত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 154