রাঙ্গামাটি পৌরসভা ৮ নং ওয়ার্ড চম্পকনগর এলাকায় গত রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে পরিদর্শনে যান জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
এ সমশ জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারী মো মনছুরুল হক, ছাত্র শিবির জেলা সভাপতি শহিদুল ইসলাম সাফী, পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম ও সেক্রেটারী মো মইনুদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এড জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্হ বাড়ি ঘর পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আমীর বলেন,জামায়াত বিগত ১৬ বছর তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণের পাশে দাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছে। তিনি ক্ষতিগ্রস্হ পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। আল্লাহ যেন তাদের ক্ষতি পুষিয়ে দেন সে দোয়া করেন।
তিনি,স্হানীয় জেলা পরিষদ,জেলা প্রশাসন,পৌরসভা পরিষদসহ গণ্যমান্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্হদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। পরিশেষে প্রত্যেক ক্ষতিগ্রস্হ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।