দেশের মুখ উজ্জ্বল করলো লামার কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থী!

কাতারের রাজধানী দোহাতে  গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা, ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

 এ আয়োজনের ১২তম আসরে অংশ নেন বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। প্রথম বারের মত কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করেন।

জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে উছাইওয়াং মার্মা।

তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নূর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করত। তার এ প্র্যাকটিস দেখে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করি। সে কোয়ান্টাম কসমো স্কুল তথা বাংলাদেশর এর সুনাম বয়ে এনেছে।

তিনি আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল।

২০১৬ সালে উছাইওয়াং মার্মা এই স্কুলের শিশু শ্রেণীতে  ভর্তি হয়।  এদিকে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাবক   হলেন তার মা এবং নানি। উছাইওয়াং মার্মার এ অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার মা জানান, কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং মার্মা এ পর্যন্ত আসতে পারত না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email