বালিয়াকান্দিতে চো’রা’ই গরুসহ ৩ চো’র গ্রে’প্তা’র

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩জন চোরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আঃ গনি মোল্যার ছেলে গরুর মালিক আব্দুস সাত্তার মোল্যা বলেন, গত বুধবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে তার বাড়ীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email