ইসকন নি’ষি’দ্ধের দা’বি’তে বাঘাইছড়িতে বি’ক্ষো’ভ মি’ছিল

ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা, মসজিদ ভাংচুর, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে এড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মা নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে হাজারো মানুষ চৌমুহনী শাপলা চত্বরে একত্রিত হয়ে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে । বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জেম সংহতি পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তৃতারা আরো বলেন, বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শান্তি নিশ্চিত করতে হবে।

এ সময় বিক্ষুব্ধ জনতা , ইসকন নিষিদ্ধ করো, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

এ বিক্ষোভ মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জোরদার ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email