রাজবাড়ীর বালিয়াকান্দিতে আশার শিক্ষা সেবিকাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা সেবিকাদের নিয়ে মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন মোল্লা, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আছির উদ্দিন, শিক্ষা সুপার ভাইজার রানা ও ১৫ জন শিক্ষা সেবিকা। মাসিক সমন্বয় সভায় শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়।
সমন্বয় সভা শেষে সেবিকাদের শিক্ষার উপকরণ ও মাসিক সম্মানী প্রদান করে মাসিক সমন্বয় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
বক্তারা বলেন, ২০১১ সালে সুবিধা বঞ্চিত শিক্ষাতীদের ঝরে পড়া রোধে আশা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। যা বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় আশার ১২৫০ টি ব্রাঞ্চে ১২৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫৬১২ জন শিক্ষা সেবিকাদের নিয়ে আশা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও ৬৪ টি জেলায় ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ- ৮ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
রাজবাড়ী জেলায় ১০ ব্রাঞ্চে ১৫ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫০ জন শিক্ষা সেবিকা নিয়ে আশা শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজবাড়ী জেলার অন্তভুক্ত বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে জঙ্গল ব্রাঞ্চে ১জন সুপার ভাইজার ও ১৫ জন শিক্ষা সেবিকা নিয়ে ১৫ টি শিক্ষা কেন্দ্রে ৪০৭ জন শিক্ষাথীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।