রাজবাড়ীর পাংশায় যু’বকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র

রাজবাড়ীর পাংশার রেল স্টেশনের পাশের একটি কাঁঠাল গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতে রেলস্টেশনের পাশে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী,পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

মৃত রাকিবুল ইসলাম (২০) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মোঃ রাজু প্রামানিক এর ছেলে।

প্রত্যক্ষদর্শী খোকন শেখ বলেন, আমি ভোরে নামাজ পড়ে আসার পথে গাছের সাথে কিছু একটি জিনিস ঝুলে থাকতে দেখতে পাই। পাশের বাড়ির এক আপার ডেকে লাইট মেরে দেখি একটি ছেলে গলায় রঁশি নিয়ে আত্মহত্যা করেছে। পরে রেলের খালাসি এসে লাশ নামায়।

মৃত ওই যুবকের কাকা বাদশা প্রামানিক বলেন, রাকিবুল আজ কয়েক মাস হল ঢাকা গেছে। সে বাড়ির আশেপাশের অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেয়ার কথা বলে। সে কাউকে চাকরি দিতে পারে নাই। অনেক দেনা মাথায় তার এই জন্যই হয়তো আত্মহত্যা করেছে।

মৃত রকিবুলের মামা বলেন, রাকিব চার পাঁচ দিন আগে আমাদের বাড়িতে আসে। তাকে আমরা বলি তুই যতই দেনা থাকিস, আমরা তা পরিষদ করব তুই কোন চিন্তা করিস না। রাকিব তখন আমাকে বলে আমি বসে থেকে কি করব, খালাদের বাড়ি গিয়ে ধান কাটার কাজ করি। এই কথা বলে আমাদের বাড়ি থেকে পাশের উপজেলায় কালুখালীতে তার খালার বাড়িতে চলে যায়। হঠাৎ গতকাল বিকেলে ওর খালার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। সকালে আমরা শুনতে পাই রাকিব রেলস্টেশনের পাশে একটি গাছের সাথে গলায় রঁশি নিয়ে আত্মহত্যা করছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ বলেন, ভোরে আমরা সংবাদ পাই পাংশা শহরের রেলস্টেশনের পাশে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখা গেছে। ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email