গেল ২৪ অক্টোবর রুকনদের গোপন ভোটে অধ্যাপক আব্দুল আলীম রাঙামাটি জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন।
এরপর গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশনে কর্মপরিষদ ঘোষণা করা হয়।
শুরা বৈঠকে শুরা সদস্যদের পরামর্শক্রমে মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে জেলা নায়েবে আমীর, মো মনছুরুল হককে সেক্রেটারী এবং প্রচার সেক্রেটারী হিসাবে মো আব্দুস সালামের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
প্রধান অতিথি তার হেদায়াতী বক্তব্যে জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্ কে আলোচনা করেন। প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন ও সতর্ক হতে হবে। তিনি আরো বলেন,দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজ বিবেক,জনগণ ও আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা রাখতে হবে।কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে জনগণ ও মহান আল্লাহর নিকট দায়ী থাকতে হবে।আল্লাহর উপর সাহায্য ও তাওয়াক্কুল রেখে জনগণের খেদমতে এগিয়ে যেতে হবে।পরিশেষে মজলিশে শুরার বৈঠকে জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম সকলে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে জেলা মজলিশে শুরার বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।