বান্দরবানে পর্যটকের ঢল

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে পর্যটন নগরী, পাহাড় কন্যা বান্দরবান। ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মেঘলা, নীলাচল, প্রান্তিকলেক, চিম্বুক, নীলগিরি ঘুরে দেখছেন আগত পর্যটকগণ। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে পেতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছেন বান্দরবানে। পাহাড়ের বুক চিরে এক পর্যটন কেন্দ্র হতে অন্য কেন্দ্রে ছুটে চলেছে পর্যটকদের পছন্দের চাঁদের গাড়িগুলো। চিরচেনা ব্যস্ত রুপে ফিরেছে বান্দরবান পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর নির্বিঘ্নে পাহাড় ঘুরে বেড়িয়ে আনন্দিত পর্যটকগণ।

উল্লেখ্য নিরাপত্তা জনিত কারণে বান্দরবান ৮ অক্টোবর হতে তিন পার্বত্য জেলায় ভ্রমনে নিরুৎসাহিত করে প্রশাসন। গত ৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলার সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা পর্যটকদের জন্যে উন্মুক্ত করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই পর্যটকদের আকর্ষন করতে বিশেষ ছাড় ঘোষণা করেণ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী পরিষদ।
নীলাদ্রী রিসোর্টের সত্ত্বাধিকারি জনাব সাইদুল ইসলাম জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ছাড়ের কারণে পর্যটকগণ আবারো বান্দরবানে আসতে শুরু করেছে। সপ্তাহের শুক্র এবং শনিবারে রিসোর্টের সকল রুম বুক থাকছে। বাকিদিন গুলোতে কিছু কিছু পর্যটক থাকেন। তিনি বলেন স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক বাড়বে। চাঁদের গাড়ির চালক সাত্তার জানান নিষেধাজ্ঞা চলমাল উপজেলাগুলো হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বান্দরবান আগের মতন প্রাণ ফিরে পাবে। ব্যস্ত হবে প্রতিটা সেক্টরেই।
দীর্ঘদিন নিষেধাজ্ঞার পর চার উপজেলা উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ। তারা আশা প্রকাশ করেন অচিরেই পুরো জেলা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।
পর্যটকদের ভ্রমন নিরাপদ করতে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email