স্ট্রো’ক জনিত কারনে হাটহাজারী মাদ্রাসা ছাত্রের মৃ’ত্যু

হাটহাজারী মাদ্রাসার হাফেজ মাওলানা মুত্তাকিম বিল্লাহ (২৩) নামের এক শিক্ষার্থীর স্টো’ক জনিত কারনে মৃ’ত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে নগরীর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

নি’হ’ত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা মুত্তাকিম বিল্লাহ কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদরের করিমগঞ্জ উপজেলার মারিয়া ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের মো.আবদুল কাদিরের পুত্র।

নিহতের সহপাঠী হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী মোবারক হোসেন রাত ৮ টার দিকে এ প্রতিবেদককে জানান, মুত্তাকিম ইফতা প্রথম বর্ষের ছাত্র। প্রতিদিন ফজরের নাজের পর আমরা মাদ্রাসার ছাদে ব্যায়াম করতাম। আজ মঙ্গলবার আমি ব্যায়াম করতে না যাওয়ায় সে আমাকে ফোন দিলে তাকে বলেছিলাম আমার শরীর ভালো না আজ ব্যায়াম করবো না। পরে সকালের দিকে সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে আর আমরা মাদ্রাসার মাহফিল উপলক্ষে নিচে কাজ করছিলাম। এর মধ্যে সকাল সাড়ে আটটা নয়টার দিকে হঠাৎ রুমের সবাইকে হৈচৈ করতে শুনে দৌড়ে গিয়ে দেখি সে অসুস্থ। পরে আমরা সহপাঠীরা তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাবার পর ডাক্তাররা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার স্টোক করার কথা জানান এবং অবস্থা সংকটাপন্ন বলেও জানান। পরে বেলা বারোটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বর্তমানে আমিসহ কয়েকজন লাশ নিয়ে নিহতের নিজ বাড়ি কিশোরগঞ্জের পথে আছি। এর আগে বাদে আছর হাটহাজারী মাদ্রসা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে মরহুম মুত্তাকিম বিল্লাহর মৃত্যুতে জামিয়া মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে জানান, স্টোক জনিত কারনে এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email