ফটিকছড়িতে ৫০ লক্ষ টা’কার সরকারি জমি উ’দ্ধার, জরি’মানা

ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় সরকারি জমি অবৈধ দখল করে দোকানঘর নির্মাণ করার দায়ে মো: এমরান নামের ১ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে ১ মাসের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

৩ নভেম্বর (রবিবার) সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

জানা যায়- অভিযুক্ত ব্যক্তি মো: এমরান ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের আনুমানিক ১.৫ শতক সরকারী খাস জমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দিয়েছেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। পরিচালিত মোবাইল কোর্টের নিকট তার অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ধারা ১১ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে কারা পরোয়ানা মূলে ওই ব্যক্তিকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

এছাড়া এসময় অবৈধ দখলকৃত আনুমানিক ১.৫ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেয়া হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন বলেন- সরকারি জমি দখলের সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। এতে দখলদারকে জরিমানা ও জেল দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email