জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: রিজভী

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জানমালের তোয়াক্কা করেনি বলে ডেঙ্গু কিংবা করোনা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। কিন্তু অন্তর্বর্তী সরকার জনবিপ্লবে গঠিত হওয়ায় পূর্বেই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দুই মাস অতিক্রম হলেও জনদুর্ভোগ নিয়ে উল্লেখযোগ্য কাজ করেনি বলেও জানান তিনি। তাই সরকার, রাজনৈতিক দল এবং সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের এই মুখপাত্র।

বিএনপিকে জনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনদুর্ভোগ লাগবে কাজ করছে বিএনপি। অন্যদিকে সম্প্রতি হত্যা মামলায় জড়ানোয় বিএনপি নেতা রবিউল ইসলাম রবির দলীয় পদ স্থগিত করার কথাও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email