কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মিজানুর রহমান 

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ।জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে। জেলা কমিটি যাচাই-বাছাই শেষে এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিয়াপাড়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম  জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিত্যনৈমিত্তিক কাজের মূল্যায়ন এবং তাদের উদ্বুদ্ধ করতে একটি কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। সেই বিশ্লেষণে মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মিজানুর রহমান সকল শিক্ষক-সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শুভানুধ্যায়ী সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রয়াস নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে লক্ষ্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email