যুবদল নেতাকে হ-ত্যাচেষ্টা, রাঙ্গুনিয়ায় অ-স্ত্রসহ যুবক গ্রে-ফতার

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীরহাট বাজারের একটি বিয়ের ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার যুবকের নাম তৌহিদুল ইসলাম মামুন (৩৪)। সে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার আইয়ুব আলীর ছেলে।

অভিযোগ আছে, ক্লাবের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীকে হত্যার চেষ্টা চালিয়েছিলো মামুন।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানিয়েছেন, বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রাঙ্গুনিয়ার রাণীরহাটে অভিযান চালায় র‍্যাব। এ সময় রাণীরহাট কেবিএস কনভেনশন হলের সামনে রাস্তা থেকে তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার প্যান্টের পিছনে কোমর থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এই অস্ত্র দিয়ে স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। পরে তাকে আইনানুগ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।

তবে গ্রেফতার মামুনের বিরুদ্ধে উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী দাবি করে জানান, মামুনসহ একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে বিয়ে অনুষ্ঠানে এসেছিলো। সুযোগ বুঝে হামলার চেষ্টার একপর্যায়ে তাদের গতিবিধি বুঝতে পারেন বিয়ে অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিরা। তারা এই দুর্বৃত্তদের ধাওয়া দেন।

এ সময় একজনকে অস্ত্রসহ মামুনকে ধরে ফেলা হয়। আটক মামুন আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার ৩নং আসামি ছিলো। এটি ছাড়াও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ আরও একাধিক সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তবে গ্রেফতার মামুনকে জিজ্ঞাসাবাদ করে বাকীদেরও গ্রেফতারের দাবি জানান এই জেলা যুবদল নেতা।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email