বিএসটিআই সনদ ছাড়াই কেক-বিস্কুট বানায় চকবাজারের ‘চিটাগাং ফুডস’

চট্টগ্রামে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, কোনো ধরনের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি বিক্রি করে আসছিল ‘সুইট বাংলা’ নামে প্রতিষ্ঠানটি। এজন্য তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘চিটাগাং ফুডস’ নামের আরেকটি প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স নেই। এরপরও তারা পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয় করছিল দীর্ঘদিন ধরে। তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন জানান, মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি বিক্রি করছিল সুইট বাংলা। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি প্রতিষ্ঠান মেসার্স চিটাগাং ফুডস বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বিক্রয় করছিল দীর্ঘদিন ধরে। তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email