বাংলাদেশ বর্তমান উন্নত সমৃদ্ধি দেশের দিকে এগিয়ে চলছে। উন্নত বাংলাদেশ বিনির্মানে র্স্মাট বাংলাদেশ আগামী ২০৪১ ভিশন ঘোষণা করেছেন প্রধানমন্রী শেখ হাসিনা।
তারই পরিপেক্ষিতে র্স্মাট বাংলাদেশ বিনির্মানে রোড ম্যাপের চারটি পিলার(১) র্স্মাট সিটিজেন (র্স্মাট নাগরিক )(২)র্স্মাট সোসাইটি বা( র্স্মাট সমাজ,) (৩) র্স্মাট ইকোনমিক (র্স্মাট অর্থনৈতিক), (৪)র্স্মাট গর্ভনের্ন্স (র্স্মাট সরকার )।
ফটিকছড়িতে গত ৮জুন শনিবার -১৪ জুন শুক্রবার পর্যন্ত সারাদেশের ন্যায় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের আয়োজিত ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন। এখন থেকে ভূমি সেবাকে সাধারণ মানুষের মাঝে আরও সহজ করার লক্ষ্যে ভূম মন্রণালয় বেশ যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছেন। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভূমিমন্রণালয় ভূমিসেবাকে যুগোপযোগী করে কাজ করা যাচ্ছে। ডাটাবেইজ, সকল সায়রাত মহলের ডাটাবেইজ সিভিল স্যুট ম্যানেজমেন্ট,দেওয়ানী ও রাজস্ব সংক্রান্ত মামলার ডাটাবেইজ, নির্ভুল নামজারি,অধিগ্রহণ,কিংবা মামলার প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ,ই-রেজিস্ট্রেশন,ডিজিটাল ভূমিসেবা র্স্মাট ভূমি পিডিয়া,স্মার্ট ভূমি রেকর্ড ইত্যাদি।
এখন থেকে ভূমি অফিস না এসে অনলাইনে নামজারি,অনলাইনে সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপের জন্য আবেদন করা যায় এবং ঘরে বসেই খতিয়ান বা ম্যাপ পাওয়া যাবে।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন বায়েজিদ প্রতিনিধিকে বলেন, কোনো প্রকার ঝামেলা ও উৎসুক ছাড়া আমি এবং আমার অসির সকল কর্মকর্তা কর্মচারী জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছে। প্রয়োজনে ঘরে বসে ১৬১২২ হট লাইনে ও সেবা দিয়ে যাচ্ছি।