চন্দনাইশে আওয়ামী লীগের ৭৫ তম জয়ন্তী পালিত

এম হেলাল উদ্দিন নিরব: চন্দনাইশে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম (৭৫ বছর) জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ‍্য শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিকালে উপজেলার বিজিসি ট্রাষ্ট থেকে শুরু করে র‍্যালি ও শোভাযাত্রাটি সাতকানিয়ার কেরাণীহাটে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

এসময় অন‍্যান্যদের মধ্যে র‍্যালিতে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস‍্য আব্দুল কৈয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল বশর ভুঁইয়া, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা তৌহিদুল আলম, এস এম মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, চেয়ারম্যান যথাক্রমে এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আব্দুল আলীম, এস এম সায়েম, আমিনুল ইসলাম চৌধুরী রোকন, আব্দুস শুক্কুর, খোরশেদুল আলমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email