স্বপন দাশ: চট্টগ্রামের সিটি গেট এলাকায় গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে নামে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কারখানা সংশ্লিষ্টরা।
জানা গেছে, কারখানার জেনারেলে ম্যানেজার রিপন অগ্নিসংযোগের ঘটনা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে যাওয়া পণ্যগুলো বৃহস্পতিবার (১৩ জুন) শিপমেন্টে যাওয়ার কথা ছিল।
গার্মেন্টসটির এক নিরাপত্তা কর্মী জানান, ‘গার্মেন্টসের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমাদের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, কারেন্টের (বৈদ্যুতিক) শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গুদামে সব ইন্টেক কাপড় বাইরে পাঠানোর আগে রাখা হয়। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।
কোরিয়ান এক নারীর মালিকানাধীন কারখানাটিতে গত ৬ জুন কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে বোনাস পাওয়ার কথা ছিল কর্মীদের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে আরো চারটি ইউনিট সেখানে যোগ দেয়।