সুজন চৌধুরী: চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন ১নং ইস্পাহানী গেইট রওশনশাহ্ মাজার সড়ক থেকে গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এক কেজি গাঁজা’সহ মাদক ব্যাবসায়ী মোঃ ফারুক ( ৪০) আটক করে পুলিশ। আটক ফারুক আকবরশাহ্’র বিহারি কলোনীর বাসিন্দা ফজলে আহমেদ’র ছেলে।
৯ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মোঃ নুরুল আফছার ভূঁইয়া দৈনিক বায়েজিদ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ফারুক’কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় এক কেজি পরিমানের গাঁজা।
তিনি বলেন, এবিষয়ে ফারুকের বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের এধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে যোগ করেন নুরুল আবছার ভূঁইয়া।
সংবাদটির পাঠক সংখ্যা : 155