আকাশ দে,স্টাফ রিপোর্টার:
৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রামের অভিযানে অবৈধ মাদকদ্রব্য, চোরাচালান, অস্ত্র গুলি,বিস্ফোরক দ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার ,বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান পরিচালনা।
৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৯ এপিবিএন, চট্টগ্রাম এর অধিক্ষেত্র সিএমপি, চট্টগ্রাম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩পিস ইয়াবার,৬২০ গ্রাম গাঁজা,৬০ লিটার দেশীয় তৈরি ছোলাই মদ ও মাদক বিক্রয়ের ছত্রিশ হাজার টাকা উদ্ধার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় এজাহার দায়ের করে ৪টি নিয়মিত মামলায় মোট ৪ জন আসামী গ্রেফতার করে।
ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান দৈনিক বায়েজিদ’কে মাদক, অবৈধ অস্ত্র,গোলা-বারুদ,বিস্ফোরক দ্রব্য,চোরাচালান উদ্ধারের পাশাপাশি গত ডিসেম্বর ২০২২ হতে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান শুরু করে কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএন এর সাইবার অপরাধ, জঙ্গী দমন ও মানব পাচার অভিযান অব্যাহত থাকবে।