সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্মার্ট ফটিকছড়ি করতে সকলের সহযোগিতা চাই- ইরান

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ বখতেয়ার সাঈদ ইরান পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) নাজিরহাট ঝংকার মোড়ে উপজেলা সহ-সভাপতি ও ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বখতেয়ার সাঈদ ইরান বলেন,আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সকলকে নিয়ে ফটিকছড়ি উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলায় রুপান্তর করতে কাজ করে যাবো।

এসময় ইরান তিনি তাঁর কর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো সাথে উত্তেজিত হয়ে কথা বলবেন না। আদর্শ দিয়ে বিনয়ের সাথে কথা বলে আমার প্রচার পত্র দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। ২১মে মা-বোন, বাবা-চাচা সবাইকে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য নিয়ে আসবেন।

এসময় পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ গোলাপ মাওলা,নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ ওছমান, সাবেক কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল, শ্রমিক নেতা মুহাম্মদ আসিফ, লোকমান হাকিম, মোঃ ইসমাইল, তৌহিদুল আলম, মোরশেদুল আলম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email