সড়ক দুর্ঘটনায় চুয়েট’র দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দুজন শিক্ষার্থী মৃত্যু।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে এঘটনা ঘটে। নিহতরা হলেন, শান্ত সাহা এবং তৌফিক হোসেন। নিহত শান্ত সাহা পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২০০১১০০)। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে।

তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২১০১০০৬)। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান।

এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থীও। তিনি পুরকৌশল বিভাগের ২০২১ ব্যাচের ছাত্র। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় নিহতের খবর চুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়ক শিক্ষার্থীরা  অবরোধ করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email