মায়াফুল বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ঈদের নতুন জামা উপহার দিয়েছে সামাজিক সংগঠন আলো দেখাবোই।
মঙ্গলবার ( ২ এপ্রিল) নগরীর দক্ষিণ কাট্টলীর মায়াফুল বিদ্যাপীঠ (ইউনিট-১) এর শিক্ষার্থীদের এসব জামা উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মায়াফুলের সভাপতি বশির আহমেদ, আলো দেখাবোই’র প্রতিষ্ঠাতা সদস্য এইচএম স্বপন,মোহাম্মদ হালিম, মায়াফুল বিদ্যাপীঠের কো-অর্ডিনেটর সাংবাদিক সুজন চৌধুরী সহ মায়াফুল বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মায়াফুলের সভাপতি বশির আহমেদ আলো দেখাবোই এর এমন অনন্য উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আলো দেখাবোই’র ঈদ উপহার পেয়ে আনন্দিত মায়াফুল বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। সমাজের প্রতিটি স্তরের মানুষের ভালোবাসা সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে যেতে অনুপ্রানিত করবে।
আলো দেখাবোই’র এইচ এম স্বপন বলেন, মায়াফুল বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ঈদের উপহার দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। মোহাম্মদ হালিম তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, তোমরাই আগামীর ভবিষ্যত তোমরা এগিয়ে গেলে সত্যিকার অর্থেই আগাবে বাংলাদেশ আমরা সব সময় তোমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবো।
মায়াফুল বিদ্যাপীঠের কো-অর্ডিনেটর সাংবাদিক সুজন চৌধুরী বলেন, আলো দেখাবোই’র মায়াময় আয়োজনে আমরা সত্যিই কৃতজ্ঞ তিনি আলো দেখাবোই’কে সব সময় এভাবে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার আহবান জানান।