স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি সাংসদ লতিফের শ্রদ্ধা নিবেদন

অরুপ চন্দ:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদেন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এমপি।

২৬ মার্চ সকালে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাব তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক’সহ আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে, সাংসদ লতিফ বলেন, স্বাধীনতার বিপক্ষের অপশক্তিরা সব সময় এ দেশকে দেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র লিপ্ত থেকেছে। কিন্ত জাতির পিতার দূরদর্শী নেতৃত্বে একাত্তরের সূর্য সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এ দেশ আমাদের এ স্বাধীনতা উপহার দিয়েছেন।তাই যেকোনো মূল্যে এসব অপশক্তিকে নির্মূল করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় যুবলীগ সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭১ সাল জাতির শ্রেষ্ঠ সন্তাদের আত্নত্যাগের ফলে আমাদের আজকের যে স্বাধীনতা, আমাদের আজকের যে সোনার বাংলা যে বাংলার বুকে দাঁড়িয়ে আজ আমরা আজকের এই দিবসটিকে গভীর শ্রদ্ধাভরে পালন করছি এই আত্মত্যাগের প্রতিদান আমরা কখনই দিতে পারবো না। তাই আমাদের জাতির এসব সূর্যসন্তানদের আজীবন শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করে এ সোনার বাংলাকে এগিয়ে নিতে হবে।

এসময় বন্দরের সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বলেন, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানের নয়। একাত্তরের যে রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ এ দেশ কারো দানের নয়, এদেশ আমাদের বীর বাঙ্গালীর রক্তে কেনা দেশ। তাই এদেশের স্বাধীনতা আমাদের রক্ষা করে যেতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email