মীর আহমদ মুনিরী (রহঃ) ৪৬তম বার্ষিক ওরশ শরিফ সম্পন্ন

নুরুল আবছার নূরী

ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া মাহবুবে ইলাহি আশেকে রাসুলুল্লাহ (দঃ) গাউছে যামান কুতুবে আলম মুর্শিদে আজম হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ ছুফি সৈয়দ মীর আহমদ মুনিরী (রহঃ) এর ৪৬তম ওরশ শরিফ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি মধ্যে দিয়ে শুরু হয়। খতমে কুরআন খতমে গাউছিয়া খতমে খাজেগান বাদে মাগরিব থেকে ওয়াজ মাহফিলে রাত ১০ কিয়াম শেষে দেশ জাতির, মুসলিম বিশ্বের উন্নতি কামনা করে মুনাজাত করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মীর মুনিরীয়া দরবার শরীফের বড় শাহজাদা পীরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আবু জাফর মুনিরী মাঃজিঃআঃ সাবে। সাহেব( রহঃ) বড় নাতি ও শাহজাদা কাজী সৈয়দ মুহাম্মদ শোয়াইব, মেজ শাহাজাদা ও নাতি মুহাম্মদ নাছির, ছোট নাতি ও শাহজাদা মুহাম্মদ আবু সাদেক উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, বিশিষ্ট রাজনীতিবিদ এ,এইচ,এম, মিনহজুল ইসলাম জসিম, মাওলানা মুহাম্মদ কুতুবউদ্দিন মাওলান জাহাঙ্গীর আলম প্রমুখ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email