মুজিবুল্লাহ আহাদ:
চট্টগ্রামে রিক্সা ও প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে রিক্সা চালক ও এক মহিলা কার চালক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ী বিএনপি পার্টি অফিসের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারটি কাজীর দেউরী থেকে লাভ লেইনের দিকে যাচ্ছিল উল্টো পথে আসছিল রিক্সাটি। পার্টি অফিসের সামনে কার ও রিক্সা মুখামুখি সংঘর্ষ হয়। রিক্সায় যাত্রী না থাকায় রিক্সাচালক ছাড়া অন্য কেউ আহত হয়নি বলে জানা গেছে।
অন্যদিকে মহিলা কার চালকটি আহত হলে তাদের দুইজনকে দ্রুত চমেকে নিয়ে যাওয়া হয়। কারটিকেও থানা হেফাজতে নেয় হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 135