রাঙ্গুনিয়ায় চার বসতঘর পু’ড়ে ছা’ই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ’য়াবহ অ’গ্নি’কাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে চারটি বসতঘর। মঙ্গলবার (২রা জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ অ’গ্নি’কাণ্ডের ঘটনা ঘটে৷

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম জানান, রাত দেড়টার দিকে বাচা মৌলভী বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এতে স্থানীয় বিধবা নারী খুরশিদা বেগম ও আলকুমা বেগম এবং লালু মিয়া ও ওসমান গণির মালিকানাধীন চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা কিছুই বের করতে পারেনি। এতে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে স্থানীয়রাসহ যৌথভাবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা খুবই গরীব। তাদের সহায়তায় সমাজের ভিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, আগুনে ৪টি পরিবারের ৩ টি কাঁচাবসত ও ১টি সেমিপাকা বসত ঘর পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আশেপাশের বসতঘরগুলো রক্ষা পেয়েছে জানিয়েছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email