চন্দনাইশে বিএনপি নেতা সরোয়ার হোসাইনের ইন্তেকাল

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চন্দনাইশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ খ্যাত চন্দনাইশ পৌরসভা বিনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরোয়ার হোসাইন চৌধুরী রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ( ৫৪ )।   তিনি চন্দনাইশ পৌরসভা এলাকার কমর আলী সিকদার বাড়ি’র মরহুম আশরাফ হোসাইন চৌধুরীর জৈষ্ঠ পুত্র।
সরওয়ার হোসাইন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি ১ছেলে ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাদে এশা কমর আলী শিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোকঃ
তার মৃত্যুতে এলডিপি সভাপতি ডঃ কর্ণেল(অবঃ) অলি আহমদ বীরবিক্রম, বিনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্হ‍্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ মহসিন জিল্লুর করিম, চট্টগ্রাম মহানগর বিনপি আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন,  দক্ষিণ জেলা বিনপি’র আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ সমিতি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী শোক প্রকাশ করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email