বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হেলাল উদ্দিনঃ
বন্দরনগরী চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আব্দুল কাদেরর নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল র‍্যালী ও  বিক্ষোভ মিছিল  সমাবেশ  অনুষ্ঠিত হয় । ১০ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল র‍্যালী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট তসলিম উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ । বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মোটরসাইকেল র‍্যালীটি  নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে  নিউমার্কেট পার্টি অফিসের সামনে দিয়ে কাজির দেউরী, জামালখান, জিইসি  হয়ে  জমিয়তুল ফালাহ মসজিদ এসে সমাপনী বক্তব্যর মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্তি হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত সমাবেশের নামে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তা প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সর্বদা মাঠে ময়দানে তৎপর আছে। যেখানে অন্যায় দেখা যাবে তাৎক্ষণিক তা প্রতিহত করা হবে
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email