চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

বায়েজিদ অনলাইন

বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৯ ডিসেম্বর নগরীর হাজারী লেইনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক অরুন কান্তি মল্লিক।

প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য।

মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের প্রধান উপদেষ্টা সমীর দত্ত। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের সাবেক সভাপতি দোলন কান্তি দাশ, উত্তর জেলার সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি নারায়ন কান্তি দাশ।

চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সমন্বয়কারী রাজিব কান্তি দে (শম্ভু) ও শুকলা আচার্য্যরে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব শ্যামল বিশ্বাস। বক্তব্য রাখেন গোপাল দাশ টিপু, উৎপল দত্ত, সবিতা বিশ্বাস, জীবন দাশ মিত্র প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শীলা চৌধুরী, অনন্যা সেন নিপা, তৃষা দে, অমৃতা মল্লিক, শায়ন দে। গীতাপাঠ করেন সায়েন দে।

২য় পর্বে সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে প্রফেসর প্রদীপ কুমার দাশকে সভাপতি, সুভাষ দাশকে কার্যকরি সভাপতি, শ্যামল বিশ্বাসকে সাধারণ সম্পাদক, বাপ্পী দে’কে যুগ্ম সম্পাদক ও দোলন কান্তি দাশকে নির্বাহী সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট বৈদিক পরিষদ মহানগর কমিটি গঠন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email