পিতামাতার খরচ চালানো কখন ওয়াজিব হয়ে যায়

বায়েজিদ ডেস্ক

পিতা-মাতা ও সন্তানসন্ততির মত নিকটাত্মীয়দের জন্য খরচ চালানোর দলিল হচ্ছে- কিতাব, সুন্নাহ ও ইজমা।

কিতাবের দলিল হল আল্লাহ্‌র বাণী-

অর্থ: পিতার কর্তব্য যথাবিধি তাদের (মাতাদের) ভরণ-পোষণ করা। [সূরা বাক্বারা, আয়াত: ২৩৩]

এবং তার বাণী-

অর্থ: আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদাত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। [সূরা বনী ইসরাঈল, আয়াত:২৩] তাদের প্রতি সদ্ব্যবহার হলো তাদের প্রয়োজনের সময় তাদের জন্য ব্যয় করা।

ইজমা: ইবনুল মুনযির বলেন, আলেমগণ এই মর্মে একমত যে, দরিদ্র পিতামাতা যাদের কোনো উপার্জন নেই, সম্পদও নেই; তাদের ভরণপোষণ সন্তানের সম্পদে ওয়াজিব।

ভরণপোষণ ওয়াজিব হওয়ার ক্ষেত্রে শর্ত হলো- খরচদাতা স্বচ্ছল হওয়া, খরচগ্রহীতারা অস্বচ্ছল হওয়া এবং তাদের ভরণপোষণের প্রয়োজন থাকা। এটি মোটের উপর আলেমদের মাঝে মতৈক্যপূর্ণ বিষয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email