ভর্তি চলছে | আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদরাসায়

বায়েজিদ অনলাইন
ভর্তি চলছে
বোয়ালখালীর আহলা দরবার শরীফের অন্যতম অলিয়ে কামেল,হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ এ,জেড,এম সেহাবউদ্দীন খালেদ (রঃ)’র প্রতিষ্ঠিত দ্বীনি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদরাসায় ভর্তি চলছে।
আপনার সন্তানকে হক্কানী রব্বানি নবী রাসূল প্রেমিক ও সঠিক আকীদা পন্থী তৈরি করতে আর দেরি না করে আজই আপনার সন্তানকে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদরাসায় ভর্তি করুন।
ক্লাস শুরুঃ সরকারী নির্দেশ অনুযায়ী
মাদরাসার বৈশিষ্ট্যঃ
* সম্পূর্ণ ফ্রি লেখাপড়া ব্যবস্থা।
*ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের সৃজনশীল পদ্বতিতে শিক্ষা প্রদান।
*বাংলা,ইংরেজি,আরবি তিন ভাষায় শিক্ষা প্রদান।
*সকল ছাত্র-ছাত্রীদের সম্পূর্ন সহীহ শুদ্ধভাবে কোরআন-হাদীস শিক্ষা প্রদান।
*বিষয় ভিত্তিক দক্ষ,অভিজ্ঞ ও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পর্দার সাথে নিরাপত্তার সহকারে শিক্ষা প্রদান।
*লেখা পড়ার পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের আখলাক চরিত্রের বিশেষ নজর প্রদান।
*ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃতি,বির্তক প্রতিযোগিতা, খেলা-ধুলা ও শিক্ষা সফরের ব্যবস্থা।
*১০০%পাশের সাফল্য অর্জন।
*গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।
*নিয়মিত কম্পিউটার ক্লাসের সুব্যবস্থা
*সম্পূর্ন অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান
বি-দ্রঃ এতিম ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email