কর্ণফুলীতে ভ্রাম্যমান আদা’লতের অভি’যান চার দোকানীকে জ’রিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

অভিযানকালে মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে তিনটি মুদির দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে একটি ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা দোকানে প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email