সাতকানিয়ায় শ্র’মিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যেগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানি হাটে অবস্থিত সি-ওয়ার্ল্ড রিসোর্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার ইউনুছ’র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক প্রফেসর জসিম উদ্দিনের সঞ্চালনায় এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী দাতিত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক প্যানেল স্পিকার আলহাজ শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির এসিস্টেন্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি এস এম লুৎফুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হোসাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামাল উদ্দিন,এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সেক্রেটারি আরিফুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অফিস সম্পাদক মোহাম্মদ শোয়াইব,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা খানে আলম ও দিদারুল আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা
শাখার অর্থ সম্পাদক মোহম্মদ ইলিয়াছ,ট্রেড ইউনিয়ন সম্পাদক মিজান সিকদার, মাওলানা নুর মোহাম্মদ, আবুল কাশেম, নুরুল ইসলাম, মঞ্জুরুল আলম, তোফায়েল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী বলেন-ভারতীয় উপমহাদেশে বিভিন্ন গোষ্ঠী শাসন করেছেন। কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি।একমাত্র রাসুল (সা:) এর আদর্শ ছাড়া কোন আদর্শই একমাত্র মানব জাতীর ভাগ্যের পরিবর্তন করতে পারবেনা বলে জানান।
তিনি বলেন,বর্তমানে চিরাচরিত ব্রিটিশের বেঁধে দেওয়া বস্তা পঁচা নিয়ম নীতি দিয়ে শ্রমিকের অধিকার আদায় করা সম্ভব নয় বলে জানান।
শাহজাহান চৌধুরী বলেন-বাংলাদেশের মানুষ আগামীতে জামায়াতে ইসলামী ও ইসলামী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে বলে জানান।
তিনি শ্রমিক সমাবেশে উপস্থিত নেতা কর্মীদেরকে উদ্দ্যেশ্য করে বলেন আগামীতে সবাইকে দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
শাহজাহান চৌধুরী বলেন-৩৬জুলাই আন্দোলনে আবু সাইয়েদ,মুগ্ধ যেভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ত্যাগের বিনিময়ে নজীর স্থাপন করেছেন তেমনি তাদের ত্যাগকে পুঁজি করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে অধ্যাপক গোলাম আজম,মাওলানা মতিউর রহমান নিজামী ও মাওলানা  দেলোয়ার হোসাই সাঈদী সাহেবের মার্কা  একমাত্র দাঁড়ি পাল্লাকে বিজয়ের জন্য সবাইকে কাজ করার আহবান জানান।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email