চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানা উল্লাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।
নিহত সানা উল্লাহ হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউনুছের পুত্র। তিনি স্থানীয় বড়বিল নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের পুকুরে মাছ দেখার সময় পানির মোটরের খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন সানা উল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 36