রাঙ্গামাটির লংগদুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই (শনিবার) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান সহ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সমাজের নানা শ্রেণি-পেশার নারী পুরুষ সহ বিভিন্ন ধরণের ভাতাভোগীরা অংশ গ্রহণ করেন।
এসময়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন সহ মোনাজাত করা হয় এবং জুলাইয়ের স্মৃতি চারণ করে বিস্তারিত আলোচনা করার পর জুলাই পুনর্জাগরণের লাজো কন্ঠে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।